বান্দরবানে বিজিবির অভিযানে ৫১টি বিদেশি গবাদিপশু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৫৬ লাখ টাকার ৫১টি বার্মিজ গবাদিপশু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সকাল নয়টায় নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট থেকে এই গবাদি পশুগুলো জব্দ করা হয়। যেখানে ৪৯টি গরু এবং ২টি মহিষ।

বিষয়টি নিশ্চিত করে জোন কমান্ডার লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অভিযানে ৫১টি বার্মিজ গবাদিপশু জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। যে সকল ব্যক্তিবর্গ এ ধরণের চোরাচালানী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সে যেই হোক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।