বান্দরবান বনবিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে বনবিভাগের অভিযানে অবৈধ চোরাই কাঠ জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ মে) রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সম্প্রতি বান্দরবান সদরের উজানি পাড়া সমিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮ ফুট অবৈধ চোরাই কাঠ জব্দ করা হয় যেটির কোন মালিকানা ছিলনা।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর এলাকায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে গাছের ডিপো ও সমিল। বন খেকো অবৈধ কাঠ পাচারকারীরা বিভিন্ন জায়গা হতে অবৈধ কাঠ সংগ্রহ করে সেগুলো জোত পারমিটের কাঠ দেখিয়ে দেশের বিভিন্ন জেলায় পাচার করে থাকে।
বান্দরবান বনবিভাগ স্বচ্ছ ও কঠোর ভাবে অভিযান পরিচালনা করলে বান্দরবানের বনাঞ্চলের বনজ সম্পদ রক্ষা পেতো বলে দাবি করেন স্থানীয়রা।

এবিষয়ে বান্দরবান বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান এর সাথে যোগাযোগ করতে বিভাগীয় কার্যালয়ে গিয়ে ও মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।