বারো জইন্না গ্রুপের সদস্য কালা নজরুল র‌্যাবের জালে ধরা

কক্সবাজারের ‘বারো জইন্না গ্রুপ’ এর এক সদস্য নজরুল ইসলাম (৫৬) প্রকাশ কালা নজরুলকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে নজরুলকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করলে মামলার ছায়া তদন্তে নেমে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত নজরুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর বরইতলী এলাকার মৃত উকিল আহমেদের পুত্র।

শুক্রবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০১৫ সালের একটি মামলার ছায়া তদন্তে নেমে মামলার প্রধান অভিযুক্ত নজরুলকে আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে তার অবস্থান চকরিয়া থানার বরইতলীতে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞসাবাদে আটককৃত আসামী হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার পর গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার বিষয়টিও স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মন্তব্য নেওয়া বন্ধ।