বিএফইউজে সভাপতির ওপর হামলা, সিইউজে নেতৃবৃন্দের নিন্দা

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের ওপর ছাত্রদল ও যুবদলের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রোববার (৫ জুন) এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এ দাবি করেন। বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব চত্বরের মতো এলাকায় সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে সভাপতির ওপর হামলা সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে।

প্রসঙ্গত, রোববার (৫ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে প্রবেশের সময় হামলার শিকার হন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।

মন্তব্য নেওয়া বন্ধ।