বিএম ডিপোতে আহতদের অনুদান দিল সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরাম

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের চিকিৎসায় অনুদান দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান।

তিনি জানান, সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে বিএম কনটেইনার ডিপোতে আহতদের চিকিৎসার্থে ৬২ হাজার পাঁচশ টাকা অনুদান দিয়েছেন। বুধবার (৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শামীম আহসান, এমপিএইচ এর হাতে এ টাকা তুলে দেওয়া হয়।

এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাসনিম ইমামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।