বিএসআরএমের লরির ধাক্কায় আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের লরির ধাক্কায় লেগুনার ড্রাইভার, নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ কনা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সোনাপাহাড়স্থ বিএসআরএম কারখানা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসআরএম কারখানার গেইট এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে বিএসআরএমের লোহার প্লেটবাহী একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে লেগুনাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে লেগুনার ড্রাইভার, এক নারী ও এক শিশুসহ ৩জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে নারী ও শিশুর পা ভেঙে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মামুন বলেন, বিএসআরএম কারখানার লরির ধাক্কায় লেগুনা দুর্ঘটনার ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত লেগুনাটি উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।