বৈদ্যুতিক মোটর বসিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার চালকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবায় মোটর বসিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মামুন (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্ডলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন ওই এলাকার বাসিন্দা হাফেজুর রহমান প্রকাশ হাফেজ ডাক্তারের ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই কন্যা ও দুই ছেলে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে বাড়ির পাশের একটি ডোবার মধ্যে ছোট একটি বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, মামুন একজন খুব ভালো মানুষ ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে কুনসুম বলেন, ওই ব্যাক্তিকে সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। কিন্তু এখনে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।