বোয়ালখালীতে মধ্যরাতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় তিনি স্কুলছাত্রী কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিয়ে না দেওয়ার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, কনে একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বিয়ের খবর পেয়ে রাত ১২টার কিছু আগে বিয়েবাড়িতে যাই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ছাত্রীর বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।