ভারত বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র- ডা. রাজীব রঞ্জন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, ভারত বাংলাদেশের সবচেয়ে মিত্র। আমাদের এই ঐতিহাসিক সম্পর্ক কেউ নষ্ট করতে পারবেনা। যেটি মহান মুক্তিযুদ্ধে স্বীকৃত। ১৯৭১ সালে মানবতার জয় হয়েছে। মুক্তিবাহীনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী পরাস্ত হয়েছে। ১৯৭২ সালের সংবিধানে জাতীয় চার মূলনীতির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ মার্চ) মিরসরাইয় উপজেলার পশ্চিম জোয়ার লোকনাথ মন্দির ও জগন্নাথ ঘাটে মহাপূণ্য তিথি বারুণী স্নান উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

আলোচনা সভায় স্বপন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক, ফেনী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিহির কান্ত নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম।

মন্তব্য নেওয়া বন্ধ।