ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে চবিতে সিএনজি চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত সিএনজি ভাড়া দাবিকে কেন্দ্র করে সিএনজি চালক ও শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার জের ধরে ক্যাম্পাসে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৬ মার্চ) সকালে বায়োলজি ফ্যাকাল্টি থেকে কিছু শিক্ষার্থী জিরোপয়েন্ট আসলে ভাড়া বেশি দাবির অভিযোগে কয়েকজন শিক্ষার্থী বাপ্পি নামের এক সিএনজি চালকের ওপর চড়াও হোন।
পরে দুপুরে তাকে মারধর করা হয়েছে দাবি করে সিএনজি ও অটোরিকশা চালানো বন্ধ রাখেন চালকেরা।

এ বিষয়ে সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই সিএনজি চালককে মারধর করা হয়েছে। আমরা সাময়িক সিএনজি চলাচল বন্ধ রেখেছি। যদি এ ঘটনার সঠিক বিচার না হয় তবে আমরা বড় কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ বিষয়ে জানতে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।