ভূমিদস্যুর বিরুদ্ধে লংগদুতে স্থানীয়দের মানববন্ধন

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী, রাজনগর, রাবার বাগান এলাকায় অসহায় দরিদ্র মানুষকে প্রলোভন, হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে তাদের সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়ার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এসময় তারা মোহাম্মদ আলী নামে ওই ব্যক্তিকে আনার আওতায় আনারও দাবি জানান।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১টায় রাঙামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ভূমিদস্যু মোহাম্মদ আলী কর্তৃক স্থানীয় জনগনের জমি দখলের প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে।

মানববন্ধনে স্থানীয় শিক্ষক আবুল হোসেন ও মোটরবাইক চালক সমিতির সম্পাদক নুর আলম বলেন, মোহাম্মদ আলী তার পরিবার ও আত্মীয় স্বজনের নামে গুলশাখালী এবং রাজনগরে প্রায় ৬০-৭০ একর জমি দখল করে রেখেছে। গুলশাখালী বাজারে তার কয়েকটি দোকানসহ প্রায় ৩-৪ একর জমি রয়েছে। রাজনগর বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন এলাকায় প্রায় ২০-২৫ একর জমি বিভিন্ন আত্মীয় স্বজনের নামে সুদ কবুলিয়ত মূলে দখলে রেখেছেন।

এছাড়া বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মোহাম্মদ আলীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।

প্রসঙ্গত, গুলশাখালী ইউনিয়নে ৩৮৬ নম্বর মৌজার বিভিন্ন খাস জমি কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে দখলে রেখেছেন এ নিয়ে ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন জেলা প্রশাসক বরাবর।

মন্তব্য নেওয়া বন্ধ।