ভূমি অফিসের তিন দালালকে জরিমানা—মুচলেকায় মুক্তি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসের তিন দালালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়া হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

দণ্ডিত দালালরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে বাহাদুর (৩৬) এবং বৈলছড়ি গ্রামের মৃত শফিউল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৬৮)।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রোববার দুপুরে তিন দালালকে আটক ও জরিমানা করা হয়। সামাজিক বিচার বিশ্লেষণে প্রথমবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।