ভেজাল প্রসাধনীর কারখানায় অভিযান—জেল, জরিমানা

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন এলাকার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামের একটি ভেজাল প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন প্রসাধনী তৈরি ও অনুমতি ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে ৪ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) এ অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যাথ্যানাশক ক্রিমসহ বিভিন্ন ধরনের ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি। আমরা কারখানার ম্যানেজারকে অভিযানস্থলে পেয়েছি। তাকেই অর্থ ও কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কারখানাটি থেকে আটক তিন জন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।