মাটিরাঙ্গায় ৩ ইটভাটার মালিক গুণলো লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় এবিএম, ইসলামপুর, নতুনপাড়া নামক ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ইট প্রস্তুতের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিন ইটভাটার মালিককে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটায় ইট প্রস্তুতের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪৬ ধারায় তিন ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা অভিযানের বিষয়ে বলেন, আইনের তোয়াক্কা না করে ইট ভাটা চালু করে পরিবেশের ক্ষতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

সিএস/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।