মার্তিনেজ ঠেকিয়ে দিলেন ফ্রান্সকে, মেসির হাতেই বিশ্বকাপ

অবশেষে বিশ্বকাপ শিরোপার ছোঁয়া পেলেন লিওনেল মেসি। যে ট্রফিটা অধরা ছিল বলে মেসিকে সেরা মানতে রাজি ছিলেন না অনেকে, আজ ‘থেকে সেই ট্রফিটা যে শুধুই মেসির।

১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের পর্দা নামলো মেসির হাতে বিশ্বকাপ এসে। ফাইনালে প্রথম অর্ধেকে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষার্ধে এমবাপ্পের জোড়া গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরক্তি সময়ে মেসি গোল করে এগিয়ে নিলেও আবার এমবাপ্পের গোলে ম্যাচ ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নাটকের পর নাটকীয়তা আর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা শেষে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য চিত্রনাট্যের সমাপ্তিটা হলো মেসির হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে। আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষার অবসান ঘটলো।

ফাইনালে ডিবক্সে ডি মারিয়াকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টিতে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

ফ্রান্সের হয়ে এমবাপ্পে পরপর দুই গোল করে ম্যাচে ফেরান ফ্রান্সকে। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শর্টে তার হ্যাট্রিক হলেও ফ্রান্স এই আসরে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।