মিরসরাইয়ে এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব

‘আমরা মিলি পণে, বন্ধুত্বের আহবানে’ প্রতিপাদ্য নিয়ে নানা আনুষ্ঠানিকতায় বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকো পার্কে দিনব্যাপী এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় মহামায়া লেকের ধারে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত,গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের।

৯৮ ব্যাচের বন্ধু প্রবাল ভৌমিক ও দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মিরসরাই উপজেলা ৯৮ ব্যাচের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব সৈয়দ মইন উদ্দিন, যুগ্ম আহবায়ক শওকত আলী রুনেল, সাইফুল ইসলাম, সদস্য মনোয়ার রাসেল, রিদোয়ান সাহেদ, জাকারিয়া হাবিব, শহিহদুল ইসলাম প্রমুখ।

রজতজয়ন্তী অনুষ্ঠানে তিন শতাধিক এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা,চট্টগ্রাম ফেনী থেকে বিভিন্ন জেলার বন্ধুদের আগমন ঘটে অনুষ্ঠানে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিচিত পর্ব, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোটানো, পিলো পাসিং, মধ্যাহ্ন ভোজ, ক্রেস্ট প্রদান, ৯৮ ব্যাচের বন্ধুদের যার যেমন খুশি সাংস্কৃতিক পরিবেশনা , বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ, ফটোসেশন, কেক কাটা ও বিকালে ছিল অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।
মিরসরাই উপজেলা এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৯৮ ব্যাচের বন্ধুরা বলেন, উপজেলা বিভিন্ন স্কুলের এসএসসি সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে রজতজয়ন্তী উৎসবে স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি ও বন্ধুদেও আড্ডা ছিল খুবই প্রাণবন্ত।

অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। আমরা চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক সবসময়।

মন্তব্য নেওয়া বন্ধ।