মিরসরাইয়ে বাক-বিতন্ডার জের ধরে হামলার প্রতিবাদে মানববন্ধন

মিরসরাইয়ে বাক-বিতন্ডার জের ধরে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল আরমান সহ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন পৌর যুবলীগের নেতাকর্মীরাসহ কলেজ ছাত্ররা। মানববন্ধনে হামলাকারীদের বিচার চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন তুলে ধরেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের নেতা মিয়া মো. পারভেজ, শেখ মুমিন, সাদেক হোসেন, কলেজ ছাত্র মো. মুজিবুর রহমান, শাহরিয়ার নাজিম, ফয়সাল আহম্মেদ, শাকিল, ফখরুল ইসলাম, সাইমুন জিতু, রাফি, আরাফাত, ওহিদ, আশরাফ, শাহিন, আলিফ প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার স্টেডিয়ামের মজুমদার ষ্টোরে সামনে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০), যুবলীগ নেতা মো. রাসেল (২৮) ও সিএনজি চালক মো. ইমাম (২২) আহত হয়। আহতদের মধ্যে আরমানের অবস্থা আশংকাজনক। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।