মিরসরাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু

স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। আজ থেকে ২৮ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জানা গেছে, স্মার্ট ভূমিসেবার বিষয়ে জানানোর পাশাপাশি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে সেবার কথা জনসাধারণকে জানানো হবে। তাছাড়া সম্প্রতি চালু হওয়া ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সোমবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ২৮ মে পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। ইতমধ্যে সেবা গ্রহীতারা সেবা গ্রহণ নিচ্ছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।