মিরসরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বনবিভাগ

চট্টগ্রামের মিরসরাইয়ে বনবিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার মহামায় ইকোপার্কের গেটের সামনে রিজার্ভের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা ৭টি দোকান উচ্ছেদ করে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে এখানে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিলো।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ সহ বিটের অন্যান্য কর্মকর্তারা।

রেঞ্জ কর্মকর্তা মো. শাহনশাহ নওশাদ বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সার্বিক দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন এ দখলদাররা বনবিভাগের জায়গা জবর দখল করে ছিলো যা আজ অবমুক্ত করা হলো। আগামীতেও দখল কৃত বিভিন্ন জায়গা উদ্ধার করার জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।