মিরসরাইয়ে ট্রাক লরির সংঘর্ষে নিহত এক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে চট্টগ্রামগামী লরির মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নয়ন (২৫) নামের এক হেলপারও।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাদী ফকির হাট বাজারে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক হযরত আলী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর পুত্র এবং একই এলাকার ট্রাকের হেলপার নয়ন। টেরিয়াইল হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাদী ফকির হাট বাজারে চট্টগ্রাম মুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮-৫৯৫৩) ফাংচার হওয়া চাকা ঠিক করার জন্য রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চট্টগ্রামগামী লরি (চট্টমেট্রো ঢ-৮১-০৬৯১) পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়।

টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।

মন্তব্য নেওয়া বন্ধ।