মিরসরাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) বিকেলে উপজেলার বদিউল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাঈন মাষ্টারের সভাপতিত্বে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

ওসি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসাঈন মাষ্টার বলেন, আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।

এছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে বলেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।