দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি হতো মিরসরাইয়ে!

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলকায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী সামগ্রী উৎপাদনের দায়ে মালিক মোহাম্মদ জামাল আক্তার সিদ্দিককে (৪০) ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মহিউদ্দিন পেট্রোল পাম্পের পাশে শাহ্ মঞ্জিল ভবনে পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি লাবীব আব্দুল্লাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এই সাজা দেয়া হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি লাবীব আব্দুল্লাহ বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব ভেজাল প্রসাধনী মিরসরাইয়ে বিক্রয় চলমান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার পর দিকে এই অভিযান পরিচালনা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা করে।

মন্তব্য নেওয়া বন্ধ।