মেয়ের বাল্যবিয়ের আয়োজন করে মা জেলে, বর গুনলো জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে বিয়ে করতে আসা বরকেও অর্ধলক্ষ টাকার জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রাহমান সানি।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সানমুন কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি চট্টগ্রাম খবরকে বলন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লংঘন করার অপরাধে কনের মা হোসনে আরা বেগমকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

দণ্ডিত বর আনোয়ার হোসেন উত্তর ধুরুংয়ের আবুল মেম্বারের বাড়ীর নুরুল হুদার ছেলে। হোসনে আরা বেগম ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের বড়ছিলোনিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শফিউল আলমের স্ত্রী।

মন্তব্য নেওয়া বন্ধ।