যমুনা শিপইয়ার্ডে বিস্ফোরণে আহত ৪ শ্রমিক

সীতাকুণ্ডের শীতলপুরে যমুনা শিপইয়ার্ডে বিস্ফোরণে ৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের দুইজন দগ্ধ অপর দুইজন ধাতব বস্তুর আঘাতে আহত হয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহাকারী পরিদর্শক আলাউদ্দিন তালকুদার বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের বুকে, পায়ে দগ্ধ হয়েছেন। অপর দুইজন ভারী বস্তুর আঘাতে আহত হয়েছেন। চিকিৎসাধীন সবাই আশঙ্কা মুক্ত।

আহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার মো. মিজানুর রহমান মিলন (৪০) বগুড়ার আদমদীঘি থানার জাহিদ হাসান (২৬), নাটোরের গোবিন্দাসপুর থানার মো. সোহেল রানা (২৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মো. ফিরোজ (২৪)।

দগ্ধ সোহেল রানা ও জাহিদ হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পা ও কোমরে আঘাত পাওয়ায় মিজানুর রহমান ও ফিরোজকে হাসপাতালের ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।