যে কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে

মার্কিন যুক্তরাষ্ট্র—জ্ঞান, গবেষণা, বাণিজ্য, অর্থ সবদিক দিয়ে সমৃদ্ধ একটি দেশ। পক্ষান্তরে বাংলাদেশ তাদের থেকে অনেক অনুন্নত, অনেক কম শক্তিশালী। এর পরেও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত নাক গলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে বর্তমান সরকারের সাথে সখ্যতা বাড়াতে দেখা যাচ্ছে দেশটির শীর্ষ স্থানীয় কর্তাব্যক্তিদের বাংলদেশ সফর, মিটিং , নানামুখী আলোচনা। আবার বর্তমান সরকারের বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক রক্ষার বিষয়টি অনেকটা স্পষ্ট। এখন প্রশ্ন উঠতেই পারে আমেরিকার মতো একটি দেশের কাছে বাংলাদেশের গুরুত্বটা কি?

কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রশাসন থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। বাংলাদেশেও বরাবর তা হয়েছে। এবার উল্লেখযোগ্য মাত্রা যোগ হলো এতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আলাদাভাবে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বরাবরই মার্কিন প্রশাসন থেকে শুভেচ্ছা, অভিনন্দন বার্তা পাঠানো হয়। এবার এর উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো। মার্কিন প্রশাসন ও শীর্ষ নেতৃত্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন সরকারকে নতুন শক্তি জুগিয়েছে। আর মুখ্য বিরোধী রাজনৈতিক শক্তিকে হতাশ করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর পক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে মার্কিন সামরিক তৎপরতার মাশুল দিচ্ছে মার্কিন প্রশাসন! বাংলাদেশের সরকার ও জনগণের মন জয়ের চেষ্টা করছে তারা। এ ছাড়া রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ সামরিক মহাশক্তিধর চীনের সঙ্গে ক্রমবর্ধমান বৈরিতার পরিপ্রেক্ষিতে সামরিক, ভৌগোলিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশকে হাতে রাখার পরিকল্পনা থেকেও যুক্তরাষ্ট্রের যাবতীয় তৎপরতা হতে পারে। সরকারপ্রধান, সরকার ও জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব পড়লেও মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীর এই ভূমিকা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে হতাশ করেছে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতও সরকারের বিভিন্ন পর্যায়ে দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক গড়ে তুলতে নানাভাবে ভূমিকা রাখছেন। বিএনপি ও জামায়াতের সঙ্গে আস্থাশীল সম্পর্ক প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রদূত ব্যাপক তৎপরতাও চালান।

কূটনৈতিক সূত্র জানায়, ভৌগোলিকভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের সামরিক গুরুত্ব অনেক বেশি। চীনের বাংলাদেশের সঙ্গে আস্থাশীল উন্নত সম্পর্ক গড়ে তোলার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র সবিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। চীন ওয়ান বেল্ট নীতিতে দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশ যাতে এতে যুক্ত না হয়, সে জন্য তৎপর মার্কিন প্রশাসন। তারা চায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নীতির পক্ষে বাংলাদেশ অবস্থান নিক। সামরিক জোটে শরিক হওয়া ছাড়া অর্থনৈতিক-বাণিজ্যিক, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, উত্তোলনসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থানের নীতির প্রশংসা করছে যুক্তরাষ্ট্র। যে রকম ক্রমবর্ধমান হারে চীন-মার্কিন বৈরিতা চলছে, তা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রত্যাশা করে মার্কিন যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা চীনের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত। ভারত-চীন সম্পর্কে বৈরিতার অবসান ঘটিয়ে উন্নত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কূটনৈতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা গভীর প্রশংসার চোখে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র।

অভ্যন্তরীণভাবে জামায়াতের প্রতি মার্কিন প্রশাসনের দুর্বলতা রয়েছে। জামায়াতের প্রতি সরকারের রোষ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিএনপির প্রতি তাদের দুর্বলতা থাকলেও দলটির নেতৃত্বহীনতা, নানামুখী সীমাবদ্ধতা বিদেশিদেরও হতাশ করছে। তার পরও সরকারের ওপর কার্যকর চাপ রাখার জন্য বিএনপিকে উৎসাহিত করা হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করেন।

অন্যদিকে নির্বাচন কমিশন ও সরকার দৃশ্যমানভাবে বিভিন্ন কর্মতৎপরতা চালাচ্ছে, যাতে ভোটার সাধারণের পাশাপাশি বিদেশিদের মধ্যেও আস্থার মাত্রা বাড়ছে। বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে নির্বাচন কমিশনের প্রস্তাব তারা প্রশংসার চোখে দেখেছে। সিইসির প্রস্তাব বিএনপি কর্তৃক প্রত্যাখ্যানকে তারা সুনজরে দেখেনি। দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের কাজে বাধা দিলে সর্বনিম্ন দুই বছর ও সর্বোচ্চ সাত বছর সাজা প্রদানসহ সংশোধিত নির্বাচনী ব্যবস্থা বিদেশিদেরও সন্তুষ্ট করেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার, নির্বাচন কমিশন আরো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে, যা দেশি-বিদেশিদের প্রশংসা কুড়াবে বলেই সংশ্লিষ্টরা আশা করছেন।

Read English…

Reason why Bangladesh’s value increasing to US

Didarul Alam, New York: United States of America is a country rich in knowledge, research, trade, finance. On the other hand, Bangladesh is much less developed than them, much less powerful. Even after this, the United States is constantly turning its nose on the political, social and law and order issues of Bangladesh. Before the elections, it is seen that the country’s top local officials are visiting Bangladesh, meeting, and having various discussions to increase their affinity with the current government. Again, it is very clear that the United States is maintaining its relationship with BNP, the biggest political party opposed to the current government. Now the question may arise, what is the importance of Bangladesh to a country like America?

According to diplomatic sources, greeting messages are sent from the US administration on the occasion of the Independence Day of various countries around the world. It has always happened in Bangladesh. This time a significant level has been added to it. US President Joe Biden himself has sent greetings and congratulatory messages to Prime Minister Sheikh Hasina on the occasion of the Great Independence and Victory Day on March 26. He congratulated Prime Minister Sheikh Hasina, her government and the people. The US Defense Secretary congratulated the Prime Minister and the Foreign Secretary separately. Greetings, congratulatory messages are always sent from the US administration. This time there is a notable exception. The greetings and congratulations of the US administration and top leadership to Prime Minister Sheikh Hasina, her government and the people of Bangladesh have given new strength to the government. And disappointed the main opposition political forces.

Political observers think that the US administration is paying for the US military action against the people of Bangladesh on behalf of the Pakistani invaders in the 1971 Great War of Liberation! They are trying to win the hearts of the government and people of Bangladesh. Apart from this, all the activities of the United States can be from the plan to keep Bangladesh, which is in a geographically important position, with the aim of establishing military and geographical dominance in view of the increasing hostility with the main political opponent, the military superpower China. Although there is a positive effect between the head of government, the government and the people, this role of the US president, foreign minister has disappointed the political opponent of the government, BNP. The US Ambassador in Dhaka is also playing a role in building better relations between the two countries at various levels of the government. The US ambassador also carried out extensive activities to establish trusting relations with BNP and Jamaat.

According to diplomatic sources, Bangladesh is in a very important position geographically. The military importance of Bangladesh is very high. The United States has taken the issue of developing trusting and improved relations with China and Bangladesh with special importance. China is rapidly advancing the One Belt Policy. The US administration is working to ensure that Bangladesh does not join it. They want Bangladesh to stand for the Asia-Pacific policy. The United States is appreciating Bangladesh’s policy of standing with the United States in other fields, including economic-commercial, marine resource exploration and extraction, apart from participating in military alliances. The United States expects Prime Minister Sheikh Hasina’s role in resolving the growing Sino-US hostility. Sheikh Hasina is very close and trusted to China’s top leadership. Sheikh Hasina played an important role in ending the hostility between India and China and building better relations. The United States deeply admires Prime Minister Sheikh Hasina’s foresight in the diplomatic field.

Internally, the US administration is vulnerable to the Jamaat. Efforts are being made to reduce the government’s anger towards the Jamaat. Although they have weakness towards BNP, the party’s lack of leadership, various limitations are also disappointing foreigners. Even so, diplomatic circles feel that BNP is being encouraged to put effective pressure on the government.

On the other hand, the Election Commission and the government are visibly carrying out various activities, so that the level of confidence is increasing among the general voters as well as foreigners. They appreciated the Election Commission’s proposal for dialogue with BNP. They did not take kindly to the BNP’s rejection of the CEC proposal. The amended electoral system, including a minimum sentence of two years and a maximum of seven years for obstructing the work of local and foreign observers and journalists, has also satisfied foreigners. The government and the Election Commission are going to take some more steps to create an environment for the election, which the people concerned are hoping will garner praise from locals and foreigners.

মন্তব্য নেওয়া বন্ধ।