রমজানে ৬ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার প্রথম দিন থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (৩০ মার্চ) পেট্রোবাংলা (বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সিদ্ধান্তে সংশ্লিষ্টদের সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলা বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

অপর দিকে পবিত্র রমজানে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় যাতে কোন রকম লোডশেডিং না হয় সে বিষয়টি নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে। সে আলোকে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মূলত বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক থাকলে ইফতার, তারাবিহ এবং সাহরীর সময় লোড শেডিং দিতে হবে না। তাতে ধর্মপ্রাণ মুসল্লীরা দুর্ভোগের হাত থেকে নিস্তার পাবেন। এ সিদ্ধান্ত গত কয়েক বছর কার্যকর করে সুফল পেয়ে আসছে সরকার।

মন্তব্য নেওয়া বন্ধ।