আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে আবারও আগুনে লেগেছে। এবার উখিয়ার সফিউল্যাহ ঘাটার ১৬ নম্বর ক্যাম্পে আগুনে লেগেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে আগুন লেগেছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের দায়িত্বশীল একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, বিকেলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। আশা করছি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, আগুন নেভানোর পর এর কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপন করা হবে। তখন বলা যাবে কী ক্ষতি হয়েছে।

এর আগে গত ২২ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। পুড়েছে প্রায় নয় হাজার ঘর। গত ২০ জুলাই বালুখালী ক্যাম্প-৯ জি-টু ব্লকে আগুনে ছাই হয়েছে ৩৫টি ঘর ।

সর্বশেষ চলতি বছরের ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।

মন্তব্য নেওয়া বন্ধ।