রাঙামাটিতে জানমাল রক্ষার্থে গ্যাস গুদাম অপসারণের দাবি

ঝুঁকিপূর্ণ গ্যাসের গুদাম অপসারণ এবং জানমালের রক্ষার্থে গ্যাস গুদাম অপসারণের দাবি জানিয়েছেন রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকার সাধারণ জনগণ। শনিবার (৩ জুন) সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩১ মে দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান পুড়ে যায়। বর্তমানে ঘটনাস্থল এলাকায় সহস্র মানুষের বসবাস। এ ধরণের অগ্নিকাণ্ডের ভয়াবহ থেকে বাঁচতে এলাকাবাসী সচেতন রয়েছে।

তারা বলেন, তবে উক্ত ঘটনাস্থল এলাকায় মৃত মো. এনামুল হক এর মালিকানাধীন ৩টি দোকান এবং জিন্নাত আলীর ৪টি দোকানসহ মোট ৯টি দোকান ভাড়া নিয়ে জসীম উদ্দীন নামের এক ব্যবসায়ী বিস্ফোরক জাতীয় দ্রব্য আনুমানিক ২-৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন। যা জনবহুল এবং ঘনবসতি এলাকায় এমন বিস্ফোরক দ্রব্য রাখায় সাধারণ মানুষের জীবন বিপন্ন এবং জানমালের ব্যাপক ক্ষতির সন্মুখীন বলে শঙ্কাও প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, আমরা এলাকার সচেতন এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে জানমালের ক্ষতি এড়াতে উক্ত স্থান থেকে গ্যাসের গুদামটি অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে মো. হাসান মুরাদ, মনোয়ারা বেগম, সো. আবছার উদ্দিন, মো. আবু বক্কর, মো. খোরশেদ আলম এবং মো. রবিউলসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।