রাঙামাটিতে বন্যহাতি কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

রাঙামাটি সদর উপজেলায় বন্যহাতির আক্রমণে তাপসী চাকমা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনায় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তিনি স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র চাকমার স্ত্রী।

জীবতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ধন চাকমা বলেন, এখানে দীর্ঘদিন ধরে বন্যহাতির পাল বিচরণ করছে। প্রতিদিন বন্যহাতি গ্রামের লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসল বিনষ্ট করছে। বন্যহাতির আক্রমণে বেশ কয়েকজন লোক মারা গেছে। বর্তমানে গ্রামবাসী আতঙ্গে দিন কাটাচ্ছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।