রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ গ্রেফতার ২

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- খোকা মোহন তনচংগ্যা (৪০)। তিনি বান্দরবান জেলার সদর ইউনিয়নের রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে। অপরজন হলেন- সুমন চাকমা (৩৫)। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১০ জুন) রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের গ্রেফতার করা হয়। এ সম দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, তারা ২ জন জেএসএস (সন্তু লারমা) দলের কালেকটর। আসামিদের বিরুদ্ধে আজ শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।