রাঙ্গুনিয়ার মুরাদেরঘোনা স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জন্ম, কৈশোর, কলেজ জীবন,নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রামের দুর্লভ সব আলোকচিত্র।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়।

যেখানে সাদাকালো ফ্রেমে আলো-ছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কনিষ্ট পুত্র শেখ রাসেলকে ।

এছাড়া বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বিষয়ে লেখা ঐতিহাসিক বইসমূহ স্থান পেয়েছে এই কর্নারে। এর বাইরেও ঐতিহাসিক ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক সব বিষয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এইা বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার বলেন, এ বঙ্গবন্ধু কর্ণারে মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম সোহেল, রবিউল ইসলাম সান প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।