রাঙ্গুনিয়ায় গরু চোরের গুলিতে আহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের দক্ষিণ পোমরা ভূমিহীন সবুজ গ্রামে গুর চোরের গুলিতে এক ব্যাক্তি আহত হয়েছে।

শনিবার (২১মে) দক্ষিণ পোমরা ৫নং ওয়ার্ডে ভোররাত ৩টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, একদল গরু চোর সুলতান আহমেদ নামের এক ব্যক্তির গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ি মো. মাহাবুব আলম (৩৪) তা দেখতে পেয়ে গরু চোর বলে চিৎকার দেয়। এতে ডাকাত দল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলি তার বুকে ও হাতে লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর তালুকদার রনি চট্টগ্রাম খবরকে জানান-রাত তখন তিনটা, আমার কাছে একটি ফোন আসে ভূমিহীন সবুজ গ্রামে ডাকাত এসেছে এবং সুলতান আহমেদের গরু নিয়ে যাওয়ার সময় পাশে বাড়ি মাহাবুবকে ডাকাতরা গুলি করেছে।

সাথে সাথে আমিও ঘটনাস্থলে গিয়ে দেখি আহত অবস্থায় মাহবুব মাটিতে পড়ে আছেন এবং তাকে নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিক্লী চট্টগ্রাম খবরকে জানান-আমাদের কাছে এমন কোন খবর আসেনি, আমরা খবর নিচ্ছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।