রাঙ্গুনিয়ায় হাতির আঘাতে শিশুর মৃত্যু, আহত বাবা-মা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ি হাতির আক্রমণে ইয়াসমিন আকতার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিহত শিশুর বাবা-মা।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিনের বাবা আবুল হাসেম উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৮টি পাহাড়ি হাতি জয় নগরের মাতবরটিলা এলাকায় এসে লোকালয়ে প্রবেশ করে। এসময় আবুল হাসেমের ঘরে হাতি আক্রমণ করলে পরিবারের সবাই পালাতে থাকে। পালানোর সময় হাতির সামনে পড়লে হাতি আক্রমণ করে বসে তাদের ওপর। এতে ওই শিশু মারা যায়, আহত হয় তার বাবা-মা।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “গত রাতে ৮টি পাহাড়ি হাতির দল বন থেকে জয়নগর এলাকার লোকালয়ে নেমে আসলে এই ঘটনা ঘটে গেল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। ভুক্তভোগীরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে যাবতীয় পদক্ষেপ নেবো।”

মন্তব্য নেওয়া বন্ধ।