রাঙ্গুনিয়ায় ৪ খাবার হোটেলকে জরিমানা

রাঙ্গুনিয়ায় ৪’টি খাবার হোটেলকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে অর্থদন্ড প্রদান করেন।

রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার লিচুবাগান বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

তিনি বলেন, হোটেল ও রেঁস্তোরা আইন ২০১৪ ধারা অনুযায়ী উপজেলার লিচুবাগান বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এবং নিবন্ধন সনদ না থাকায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে এবং দোভাষী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অভিযানে চন্দ্রঘোনা বাজারের নিউ আজমীর হোটেলকে ১৫ হাজার টাকা, হা- মীম হোটেলকে ২০ হাজার টাকা, খাজা হোটেলকে ১৫ হাজার টাকা, নিউ সাদিয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব প্রতষ্ঠানকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন সনদ ইস্যু করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।