রাবিপ্রবি’র উপাচার্য হলেন চবির অধ্যাপক ফারুক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

বুধবার (২৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মধ্যমে তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, (২০০১-এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।”

এ বিষয়ে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমাকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খবরটি পেয়ে আমি খুবই আনন্দিত। আমি মহামান্য রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।