রাবিপ্রবির ভিসি নয়, চবির ডিনই থাকছেন ড. ফারুক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ডিন হিসেবেই যোগ দিচ্ছেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি এ পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন।

এ মর্মে তিনি শিক্ষা মন্ত্রণালয় বরারবর চিঠি প্রেরণ করেছেন। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন ড. আবুল্লাহ আল ফারুক নিজেই।

তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে যোগদান করেছি। এছাড়াও, রাবিপ্রবির উপাচার্য হিসেবে যোগদান করব না বলে আমি শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছি।
তিনি আরো বলেন, আমি ডিন হিসেবে আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব।

প্রসঙ্গত, গতকাল বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত চবির ৮ অনুষদের ডিন নির্বাচনে আইন অনুষদের ডিন হিসেবে নির্বাচিত হন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। নির্বাচনে তিনি আওয়ামী লীগ ও বাম মতাদর্শের শিক্ষক সমর্থিত হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।