রিয়াজউদ্দিন বাজারের ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় অনুমোদনহীন ও ক্ষতিকারক প্রসাধনী বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমরানা করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রিয়াজউদ্দীন বাজারের সফিনা বিতান ও বাহার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি দোকানদারকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কাজী স্টোরকে ৮০ হাজার টাকা, বশর ট্রেডিংকে ৩০ হাজার টাকা ও ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চালিয়ে এসব দোকান থেকে শ্যাম্পু, সাবান, বেবি লোশন এবং শিশুখাদ্যসহ লক্ষাধিক টাকা মূল্যের অনুমোদনহীন মালামাল জব্দ করা হয়। যেগুলোর গায়ে কোনো উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকারক হাইড্রোকুনিনের উপস্থিতি থাকার কারণে বাংলাদেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবান জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্যের বেশিরভাগই বিদেশ থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।