রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট, এনআইডি, জন্মসনদ বানাতো তারা, ধরলো ডিবি

রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট, এনআইডি, জন্মসনদ বানানোর দায়ে জালিয়াত চক্রের ৩ সদস্যকে আটক করেছে সিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) উত্তর-দক্ষিণ। ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের রাস্তার এক দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ(২৪) ও নয়ন শেখ (২১)।

বুধবার (২৯ মার্চ) সিএমপির ডিবি (উত্তর-দক্ষিণ) এর উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে রোহিঙ্গাদের জন্য এনআইডি, পাসপোর্ট ও জন্মনিবন্ধন বানানোর অপরাধে জালিয়াতচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় রোহিঙ্গাদের জন্য জালিয়াতির মাধ্যমে তৈরি করা ৩টি এনআইডি ও ৫টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে। এছাড়া জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রায় ১ বছর ধরে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশী পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন বানিয়ে দেয়ার কথা স্বীকার করে। তারা প্রথমে এনআইডি ও জন্মসনদ বানিয়ে দেয় যার মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশী পাসপোর্ট বানায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় ডিবি।

মন্তব্য নেওয়া বন্ধ।