রোহিঙ্গাদের টেকসই ও সম্মানজনক প্রত্যার্বতন চায় ওআইসি

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে তারা সবসময় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

সোমবার (২৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অভিমত প্রকাশ করেন।

ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকারের দেওয়া বিচার সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গা প্রতিনিধিরা ওআইসি মহাসচিবের কাছে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা, ভিটে-মাটি ফেরাতে ব্যবস্থা গ্রহণ এবং গণহত্যার বিচারকার্যে সহায়তাসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

এদিন সকালে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় ওআইসির প্রতিনিধিদল রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

বিকেলে ওআইসি প্রতিনিধিদলটির ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।