রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ নেতাসহ ২ জঙ্গি গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে সেখানে থেকে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গতকাল রোববার রাত থেকে নব্যজঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। এরই মধ্যে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য নেওয়া বন্ধ।