লক্ষ্মীপুরের চবিয়ানদের ঈদ পুনর্মিলনী

লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সাবেক বর্তমানদের মিলনমেলায় পুনর্মিলনী প্রাঙ্গন রূপ নেয় এক টুকরো চবিতে।

৬ মে (শুক্রবার) লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বেলা ১১ টায় অনুষ্ঠান শুরু হয়।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মো. শাহজাহান (১৯৭৩-৭৪ সেশন), লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাফিউদ্দীন রেজা মাহমুদ(১৯৮৩-৮৪ সেশন), রামগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক সমর দাস (১৯৮৬-৮৭ সেশন), দালাল বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ নেওয়াজ কবির (১৯৮৭-৮৮ সেশন), কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. আসিফুর রহমান (১৯৮৭-৮৮ সেশন), ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এভিপি এন্ড শাখা প্রধান মো. ছানা উল্লাহ (১৯৮৯-৯০ সেশন), ইসলামী ব্যাংক দত্তের হাট শাখার ম্যানেজার মো. জাহেদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের অফিসার আমজাদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আহসানুল করিম জনি, ২য় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি খোরশেদ আলম, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহ আশরাফ আহমেদ রাজেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সীমান্ত মজুমদার, সাবেক সহ সভাপতি শামীম আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি ইশতিয়াক শামীম ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকাদ্দিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দাশ।

সাবেক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন মূহুর্ত বর্তমান সদস্যদের সামনে তুলে ধরেন। পাশাপাশি ক্যারিয়ার গঠনের উপর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া লক্ষ্মীপুর জেলার চবি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।