লঞ্চে আগুন লাগার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০এ আগুন লেগে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামক ল‌ঞ্চটি ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। নারী-শিশুসহ ৭০ জনের বেশী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লঞ্চে হাজারের বেশী যাত্রী ছিল বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।