লালখান বাজারে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। সোমবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরিফ, জামাল ও জুয়েলসহ ৫জন আহত হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এক যুবলীগ নেতা রাতে জানান, গত রবিবার সন্ধ্যায় মতিঝর্ণা এলাকায় এক পক্ষের অনুসারীর একটি দোকান ভাংচুর করে অপর পক্ষের লোকজন। এদিকে মঙ্গলবার (আজ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালখান বাজার খ ইউনিট আ.লীগ আলোচনা সভার আয়োজন করেছে।

স্থানীয় ইউনিট আ.লীগের আলোচনা সভায় স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত বেলালকে দাওয়াত না দেয়ায়-তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান না করার জন্য হুমকি দিয়ে আসে। এই নিয়ে মূলত উভয় গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।