লেকপাড়ে শৈশবের উৎসবে মেতেছেন তারা

‘বন্ধুত্বের মধুরতায় হাসি তামাশা থাকুক…. কারণ শিশিরের ছোট্ট পোকায় হৃদয় তার সকাল খুঁজে পায় এবং সতেজ হয়’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে অনুষ্ঠিত হয়েছে ‘আমরা ৯৩ ব্যাচ’ মিরসরাইয়ের দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠান।

শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মিরসরাই উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্ক। পরিচিতি পর্ব, নৌকা ভ্রমণ, দুপুরের খাবার, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর করে তুলে পুরো আয়োজন।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ৯৩ ব্যাচ মিরসরাই একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ খোলা হয়। সেখানে যুক্ত হয় পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা। আর সেখান থেকেই শুরু একসাথে হওয়ার এই আয়োজন।

সরজমিনে দেখা গেছে, এই পূর্ণমিলনীতে ছিলো বাঁধভাঙ্গা উচ্ছাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, গল্পগুজব, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত আড্ডা ছিলো মহামায়ার লেকজুড়ে। সবার গায়ে ছিলো একই রঙের টি-শার্ট ও হাতে ছিলো গিফট ব্যাগ। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় বন্ধুরা একে অপরকে পেয়ে আনন্দ উচ্ছ্বসিত হয়ে পড়ে।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-৯৩ ব্যাচের শিার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

আয়োজকরা জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপের মাধ্যমে সকল বন্ধুদের একত্রিত করে আর্থিক ভাবে পিছিয়ে বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্টীয় কোন দূর্যোগে মানবিক কর্মকান্ড মানুষের পাশে থাকবে

এই পূর্ণমিলনীর মূল আয়োজক ছিলেন, এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন, রাশেদ খানা চৌধুরী, জামশেদ আলম, সাইফুল্লাহ দিদার, এএসএম সেলিম, সিরাজুল ইসলাম সুমন, মীর হোসেন মামুন, মো. শামীম ও মো. মহিউদ্দিন প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।