লোহাগাড়ার ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শপথ নেওয়া ৬ ইউপি চেয়ারম্যান হলেন, উপজেলার বড়হাতিয়ার বিজয় কুমার বড়ুয়া, কলাউজানের আব্দুল ওয়াহেদ, পদুয়ার হারুনুর রশিদ, চুনতির জয়নুল আবেদীন জনু, পুটিবিলার জাহাঙ্গীর হোসেন মানিক ও চরম্বার মাওলানা হেলাল উদ্দিন।

পরে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ফুল দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু নবনির্বাচিত চেয়ারম্যানদের সরকারের চলমান উন্নয়ন কাজগুলো সততার সঙ্গে শেষ করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতের আহ্বান জানান।

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সোলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল বছর ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরশাদ/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।