লোহাগাড়া এসিল্যান্ডের ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র।

বুধবার (১১ মে) সকালে এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা মোছলেম উদ্দিন ও উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে ফোন করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করেছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি জানতে পারেন এবং মোবাইল ফোন ক্লোন হওয়ার ব্যাপারে নিশ্চিত হন। ক্লোনকৃত মোবাইল নাম্বারে শুরুতে শুধু শূন্য নেই।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করা হবে। কেউ যাতে প্রতারণার ফাঁদে না পড়েন এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।