‘শিক্ষাঙ্গনে মামলা জটিলতা কখনও মঙ্গল বয়ে আনে না’

শিক্ষাঙ্গনে মামলা জটিলতা কখনও মঙ্গল বয়ে আনে না। এতে শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্কুল টিকে থাকলে এ অঞ্চলের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী। সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

আলমগীর চৌধুরী বলেন, শিক্ষক ও বিদ্যালয়ে মামলা হয়রানী বন্ধ হলে ফিরে আসবে পাঠদানের সুন্দর পরিবেশ। মামলার হাজিরা দিতে শিক্ষকরা যদি আদালতে যান, তাহলে পাঠদানে ব্যহৃত হবে। বিষয়টি আমি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে জানাবো।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মোরশেদুল আলম, রুমি আকতার, যুবলীগ নেতা মোবারক হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ অনেকেই।

মন্তব্য নেওয়া বন্ধ।