শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞাপন জারি

করোনা বিস্তাররোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ১০০ জনের অধিক মানুষ জড়ো না হওয়াসহ নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই বিধিনিষেধ জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে যা রয়েছে-
ক. ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
খ. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে একই ব্যবস্থা গ্রহণ করবে।
গ. সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দিবে তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
ঘ. সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।
ঙ. বাজার/শিপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরণের জনসমাগনে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
চ. বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।