শিশু-কিশোর পত্রিকা ‌‘কথন’-এর সম্পাদক ফারুক হাসান আর নেই

শিশু-কিশোর পত্রিকা ‘কথন’-এর সম্পাদক, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গীতিকার ফারুক হাসান (৫৫) আর নেই। বৃহস্পতিবার (৯ মার্চ ) ভোর রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিশু সাহিত্যিক ফারুক হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামের হাজী ইকবাল আহমেদ সওদাগরের পুত্র। চট্টগ্রাম নগরে তিনি আন্দরকিল্লা নজির আহমেদ চৌধুরী রোডের চেয়ারম্যান গলিতে পৈত্রিক বাড়ীতে সপরিবারে বসবাস করতেন।

বৃহস্পতিবার বাদ জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা ও বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর এ আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামে সাহিত্যাঙ্গনসহ শুভাকাঙ্খীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, ফারুক হাসানের দ্বিতীয় ছেলে শাকিব গত বছরের ২২ মার্চ লোহাগাড়ার আধুনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।