শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে ফাঁসাতে গিয়ে কারাগারে নারী

চট্টগ্রামে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে ফাঁসাতে গিয়ে আছিয়া খাতুন (৫২) নামে এক নারীর ঠিকানা হলো কারাগার।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এ আদেশ দেন বলে জানান ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম।

অ্যাডভোকেট আরিফুল আলম বলেন, ২০২০ সালের ৯ আগস্ট কেএম এনায়েতুল্লাহ খোকন নামে এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যান দমন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির অভিযোগ এনে একটি মামলা করেন আছিয়া খাতুন। ট্রাইব্যুনাল তখন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পিবিআইয়ের তদন্তে অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদন দেওয়া হয়।

তিনি আরও বলেন, পিবিআইয়ের প্রতিবেদন অনুযায়ী- আছিয়া খাতুনের শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়। তাকে খোকন কিংবা অন্য কেউ শ্লীলতাহানি করেননি। পূর্ব শত্রুতার জেরে মামলায় ফাঁসাতে উক্ত মিত্যা অভিযোগ করেছিলেন আছিয়া খাতুন। এ ধারা অনুযায়ী মিথ্যা মামলা ও অভিযোগ করা শাস্তিযোগ্য অপরাধ।

আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে খোকনকে অভিযোগ থেকে খালাস দেয়।

মন্তব্য নেওয়া বন্ধ।